বাণিজ্য মেলার মেয়াদ এক দিন বাড়ল
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) মেয়াদ এক দিন বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীরা দুই দিন সময় বাড়ানোর আবেদন করে এক দিন বাড়তি পেলেন। ফলে আগামী শনিবারও মেলায় গিয়ে কেনাকাটা করার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
রাজধানীর শেরেবাংলা নগরে গত ৯ জানুয়ারি বাণিজ্য মেলা শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ৮ ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী শুক্রবার। কয়েক দিন আগে মেলায় স্টল নেওয়া ৮০-৯০ জন ব্যবসায়ী সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে একটি আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেন।
এরই পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এক দিন সময় বাড়িয়ে দেয়। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মেলা আয়োজক কমিটির সদস্যসচিব মোহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের আবেদনে বাণিজ্য মন্ত্রণালয় সময় এক দিন বাড়িয়েছে। বাড়তি এক দিনের জন্য স্টলমালিকদের এক দিনের ভাড়া দিতে হবে।
বাণিজ্য মেলা প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার দুপুরের পর গিয়ে দেখা যায় দর্শনার্থীদের বেশ ভিড়। শেষ দিকে মানুষের বেশি আগ্রহ তৈজসপত্র, প্লাস্টিক পণ্য, খাদ্যপণ্য ইত্যাদির প্রতি।
সাধারণত প্রতিবছরই ব্যবসায়ীরা মেলার সময় কয়েক দিন বাড়িয়ে দেওয়ার দাবি করেন। কারণ যৌক্তিক মনে করলে মন্ত্রণালয় মেলার সময় বাড়িয়ে দেয়। ২০১৭ সালে মেয়াদ ৪ দিন বাড়ানো হয়েছিল। তবে ২০১৮ সালে সময় বাড়ানো হয়নি।
মেলায় অংশগ্রহণকারীরা বলছেন, এক দিন বাড়তি পাওয়ায় তাঁদের সুবিধা হয়েছে। এতে মেলার শেষ দুই দিন সরকারি ছুটির দিন অর্থাৎ, শুক্র ও শনিবার পড়বে। ওই দুই দিন উপচে পড়া ভিড় আশা করছেন স্টলের মালিকেরা।