সরকার আলোর পসরা নিয়ে জনগণের দোরগোড়ায় যাচ্ছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার আলোর পসরা নিয়ে জনগণের দোরগোড়ায় যাচ্ছে। এখন আর বিদ্যুতের জন্য কাউকে ছোটাছুটি করতে হয় না। অফিসে গিয়ে বিদ্যুতের জন্য এখন আর ধর্ণা দিতে হয় না। আমাদের লক্ষ্য সারাদেশ বিদ্যুতের আলোয় আলোকিত করা।
আজ (বুধবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জাতীয় গ্রিডে সংযুক্ত নতুন ৯টি গ্রিড উপকেন্দ্র, সন্দ্বীপ উপজেলায় বিশেষায়িত বিদ্যুতায়ন এবং ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সন্দ্বীপের হাতিয়ায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ লাইন নেয়া হয়েছে। এখানে বিদ্যুৎ গেলে বিনিয়োগ হবে, শিল্পায়ন হবে। আমরা যে ব্লু-ইকোনোমির কথা ভাবছি তা বাস্তবায়নে এই বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, আমরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি এগিয়েছি। গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেলে মানুষের নতুন নতুন কর্ম সংস্থান সৃষ্টি হবে। আমার গ্রাম হবে আমার শহর। গ্রামের মানুষের আর শহরে আসার প্রয়োজন হবে না। শহরের সব সুযোগ সুবিধা গ্রামে পৌঁছে যাবে।
এ সময় তিনি আরও বলেন, আশা করছি অল্প কিছু দিনের মধ্যেই আমরা সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন করতে পারবে।