বগুড়ার শেরপুরে ২২ বছর যাবৎ ভ্রাম্যমান টেইলার্স দিয়ে সংসার চালাচ্ছেন চিত্ত রঞ্জন
জীবনের তাগিদে কত মানুষ কত কিছুইনা করে। কেউ চাকুরী, কেউ ব্যবসা, কেউ রিক্সা ভ্যান চালায়, কেউ আবার করে কুলিগীরি। কিন্তু বগুড়ার শেরপুরে ২২ বছর যাবৎ এখানে ওখানে ঘুরে কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে “পরী বস্ত্র বিতান ও টেইলার্স” নামে ভ্রাম্যমান টেইলার্স দিয়ে সংসার চালাচ্ছেন চিত্ত রঞ্জন সরকার।
জানা যায়, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের নবকৃষ্ণ সরকারের ছেলে চিত্ত রঞ্জন সরকার প্রায় ২২ বছর যাবৎ শেরপুর উপজেলার বিভিন্ন হাট বাজার, অফিসপাড়া, জনবহুল রাস্তার মোড়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও বিভিন্ন ক্লিনিক এলাকা ঘুরে কাপড় বিক্রি করেন এবং গ্রাহকদের পছন্দ মত জামা-কাপড় তৈরি করে পৌঁছে দেন তাদের বাড়িতে। তার কাছে কম দামী বেশী দামী সব ধরনের কাপড় রয়েছে।
৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে দেখা যায়, বেশ কিছু মেডিকেল রিপ্রেজেনটেটিভ চিত্ত রঞ্জনের কাছ থেকে শার্ট পিস কিনছে। চিত্ত রঞ্জন ওখানেই গ্রাহকের শরীরের মাপ নিচ্ছে এবং রশিদ কেটে দিচ্ছেন। অর্ডারকৃত কাপড় বাড়িতে নিয়ে গিয়ে তৈরি করে ৩ থেকে ৪ দিন পর ওই এলাকাতে গিয়ে গ্রাহকের হাতে পৌছে দিচ্ছেন।
চিত্ত রঞ্জনের বিষয়ে জানতে চাইলে খানপুর ইউনিয়নের শালফা গ্রামের ইউনুস আলী প্রামাণিক নামের এক গ্রাহক জানান, আমরা মাঝে মধ্যেই তার কাছ থেকে শার্ট প্যান্ট বানিয়ে নিই। তার কাছে কমদাম বেশীদাম সব ধরনের কাপড়ই রয়েছে। ৪’শ টাকার কাপড় নিলে মজুরীসহ ৫’শ টাকা দিতে হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান দর্জি চিত্ত রঞ্জন বলেন, আমি ২২ বছর যাবৎ শেরপুরে এই ব্যবসা করে আসছি। দিনে ১০ থেকে ১৫ পিস কাপড়ের অর্ডার পাই। এই এলাকার সবাই আমার কাজ পছন্দ করে এবং ভালবাসে তাই এতোদিন যাবৎ কাজ করতে পারছি। এই কাজ করেই আমি আমার ৫ বছরের মেয়ে পরীর লেখাপড়া সহ সংসারের যাবতীয় খরচ চালিয়ে আসছি। সকলের সহযোগিতা ও ভালবাসা পেলে সারা জীবন এ কাজ করে যেতে পারি।
আল-আমিন হোসেন
শেরপুর(বগুড়া)প্রতিনিধি
০১৭১১ ২৮৬৪৮৬
০৬ ফেব্রুয়ারী ২০১৯