রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে বিশাল নিয়োগ
২৫ পদে ২১৯ জনকে নিয়োগ দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। আগ্রহীরা ৯ মে সকাল ৯টা থেকে ১০ জুন বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারেন।
www.rajuk.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
যেসব পদে নিয়োগ দেয়া হবে –
১। সহকারী প্রকৌশলী (সিভিল) : ১২টি
২। সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : ৩টি
৩। সহকারী পরিচালক : ১২টি
৪। সহকারী পরিচালক (রিসার্চ ও ডকুমেন্টেশন) : ১টি
৫। সহকারী অথরাইজড অফিসার : ১০টি
৬। সহকারী নগর পরিকল্পনাবিদ : ১১টি
৭। সহকারী স্থপতি : ১টি
৮। সহকারী আইন কর্মকর্তা : ২টি
৯। উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) : ১০টি
১০। উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : ৩টি
১১। প্রধান ইমারত পরিদর্শক : ১২টি
১২। হিসাবরক্ষক : ১টি
১৩। তত্ত্বাবধায়ক : ৪টি
১৪। এস্টেট পরিদর্শক : ৩টি
১৫। কানুনগো : ১টি
১৬। ইমারত পরিদর্শক : ৫৯টি
১৭। নথিরক্ষণ কর্মকর্তা : ৬টি
১৮। সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর : ৩টি
১৯। নিরীক্ষক : ১টি
২০। উচ্চমান সহকারী : ৯টি
২১। সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর : ১২টি
২২। ফটোগ্রাফার : ১টি
২৩। সার্ভেয়ার : ৩৭টি
২৪। অপারেটর : ৩টি
২৫। লিফটম্যান : ২টি
বিস্তারিত জানতে ভিজিট করুন – www.jagojobs.com