চিনি ও কফির দাম কমেছে

লন্ডনের ইন্টার কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) অপরিশোধিত চিনির দাম কমেছে। ইথানলের দরপতন ও ভারতে উৎপাদন বৃদ্ধির সম্ভাবনায় শুক্রবার এখানে নিম্নমুখী হয়ে ওঠে পণ্যটির বাজার। আইসিইতে এদিন চিনির পাশাপাশি কফির মূল্যও ছিল নিম্নমুখী। খবর বিজনেস রেকর্ডার।

জুলাইয়ে সরবরাহের চুক্তিতে চিনির মূল্য হ্রাস পেয়েছে পাউন্ডে দশমিক ২২ সেন্ট। আইসিইতে শুক্রবার চিনির বাজার স্থির হয় প্রতি পাউন্ড ১২ দশমিক শূন্য ১ সেন্টে। সব মিলিয়ে পণ্যটির মোট দরপতন হয়েছে ১ দশমিক ৮ শতাংশ। এর আগে দিনব্যাপী লেনদেনের একপর্যায়ে পণ্যটির মূল্য নেমে আসে প্রতি পাউন্ড ১১ দশমিক ৯৭ সেন্টে, যা অক্টোবরের পর সর্বনিম্ন।

নিউইয়র্কভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান প্যারাগন গ্লোবাল কনসালট্যান্টসের ব্যবস্থাপনা পরিচালক মিশেল ম্যাকডোগালের মতে, ইথানলের ক্রমাগত দরপতন চিনির মূল্যে নিম্নমুখী চাপ তৈরি করছে।

প্রসঙ্গত, ইথানলের দরপতনের ফলে আখকলগুলোর মধ্যে সাধারণত পণ্যটির বদলে চিনির উৎপাদন বৃদ্ধির প্রবণতা দেখা দেয়। এর ফলে সরবরাহ বেড়ে চিনির মূল্য কমে যাওয়ারও সম্ভাবনা দেখা দেয়।

থাইল্যান্ড ও ভারত থেকে সরবরাহ বৃদ্ধি নিয়ে সংশ্লিষ্টদের উদ্বেগও চিনির দরপতনের অন্যতম কারণ বলে মনে করছেন মিশেল ম্যাকডোগাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *