যে কারণে শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সির এত প্রশংসা
কদিন আগে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি নিয়ে কি তুলকালামই না হয়ে গেল! সবুজের মাঝে লাল না থাকায় এই জার্সি নিয়ে সমালোচনায় মেতে উঠেন বেশিরভাগ ভক্ত-সমর্থক। পরে এই সমর্থকদের সমালোচনার মুখেই জার্সির ডিজাইন পরিবর্তন করতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঠিক উল্টো ব্যাপার যেন শ্রীলঙ্কার বেলায়। শুক্রবার নিজেদের বিশ্বকাপ জার্সি উম্মোচন করেছে শ্রীলঙ্কা। যে জার্সি দেখার পর সোশ্যাল মিডিয়ায় বইছে স্তুতি আর প্রশংসার ঝড়।
বেশিরভাগ ক্রিকেটপ্রেমীই এই জার্সির ডিজাইনের প্রশংসা করেছেন। বাংলাদেশের কেউ কেউ তো নিজেদের সঙ্গে তুলনা করে আক্ষেপ করেছেন এই বলে-‘এই না হলে বিশ্বকাপ জার্সি! আর আমাদেরটা হলো কেমন!’
বিশ্বকাপ উপলক্ষ্যে দুটি জার্সি উন্মুক্ত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। একটি মূল জার্সি এবং অপরটি প্র্যাকটিস কিট। মূল জার্সিতে শ্রীলঙ্কার ট্র্যাডিশনাল গাঢ় নীল আর হলুদ রঙের কম্বিনেশনের পাশাপাশি রয়েছে গ্রাফিক্সের কারুকাজ। বুকে বড় করে লেখা-শ্রীলঙ্কা।
অনুশীলনের জার্সিটি নীল-কালোর মিশ্রণে তৈরি। এটির বুকে বড় করে ছাপা হয়েছে স্পনসর প্রতিষ্ঠান কেন্ট মিনারেল ওয়াটার পিউরিফায়ারের লোগো।