মুক্তির দিনেই রেকর্ড গড়লো অ্যাভেঞ্জার্স

শুক্রবার বাংলাদেশসহ বিশব্যাপী মুক্তি পেয়েছে অ্যান্থনি রুশো ও জো রুশো পরিচালিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। মুক্তির দিনেই মার্ভেল সিনেম্যাটিক ইউনির্ভাসের এই সিনেমাটি বিশ্বব্যাপী ১৬৯ মিলিয়ন ডলার আয় করেছে ।

সারা বিশ্বে মোট ৬০৮টি স্ক্রিনে ৯৩ মিলিয়ন আয় করে আইম্যাক্সে নতুন রেকর্ড করেছে। মুুুক্তি দিনেই ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’র বক্সঅফিস রেকর্ড ভাঙতে চলেছে এই ছবি।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২২তম ছবি এটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রবার্ট ডাউন জুনিয়র, ক্রিস ইভান্স, মার্ক রাফালো, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, জেরেমি রেনার, ব্রি লারসন, ডন শিডল, পল রুড, জশ ব্রোলিন প্রমুখ।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফিল্ম অ্যানালিস্ট গিরিশ জোহর বলেন, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ অনেক দিন থাকবে প্রেক্ষাগৃহে। সমস্ত ভারত মিলিয়ে প্রথম দিনে প্রায় ৫০ কোটিরও অধিক ব্যবসা করার সম্ভাবনা আছে ছবিটির।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *