বাংলাদেশেও জঙ্গি হামলার চেষ্টা চলছে
শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার মতো বাংলাদেশেও এ ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে। আমাদের গোয়েন্দা সংস্থা, আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্থা যথেষ্ট সতর্কতা অবলম্বনের কারণে তারা সুযোগ পাচ্ছে না।
বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো তথ্য পেলে তা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, দেশবাসীকে আহ্বান জানাবো এ ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, কে কোথায় এ ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত সেটা শুধু গোয়েন্দা সংস্থা নয়, আমাদের দেশবাসীকে খুঁজে বের করতে হবে। সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
শেখ হাসিনা বলেন, দেশে শান্তি চাই। শান্তিই দিতে পারে উন্নতি, শান্তিপূর্ণ পরিবেশ হলেই দেশ এগিয়ে যাবে।
সন্ত্রাস-জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী একটা সমস্যা। শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটলো- সবচেয়ে দুর্ভাগ্য অনেকগুলো শিশু সেখানে মারা গেল। সেখানে আমাদের জায়ানকে হারাতে হয়েছে- এ জঙ্গি সন্ত্রাসের কারণে। আমরা জঙ্গিবাদ চাই না, আমরা শান্তি চাই।