অপহরণের ৬ দিন পর উদ্ধার
অপহরণের ছয় দিন পর সাভারের আমিন বাজার থেকে রেহান নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব-৪। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া অপহরণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, ৬ দিন আগে রেহানকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে অপহরণ করা হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
Pingback: ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব - Discover the art of publishing