কয়লার আমদানিসীমা বেঁধে দিতে যাচ্ছে চীন
২০১৮ সালে ২৮ কোটি ১২ লাখ ৩০ হাজার টন কয়লা আমদানি করেছিল চীন। চলতি বছরও এ পরিমাণ কয়লা আমদানির সীমা বেঁধে দিতে পারে দেশটির সরকার। স্থানীয়ভাবে কয়লা উৎপাদন বেড়ে যাওয়ায় উৎপাদকদের সহায়তার লক্ষ্যে পণ্যটির আমদানির পরিমাণ নির্দিষ্ট করে দিতে চাইছে বিশ্বের বৃহত্তম কয়লা ব্যবহারকারী দেশটি। খবর রয়টার্স।
চীনে অভ্যন্তরীণ কয়লা উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর অতিরিক্ত ১০ কোটি টন কয়লা উৎপাদিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রমতে জানা গেছে। প্রাদেশিক পর্যায়ে শুল্ক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি বছর আমদানির পরিমাণ নির্দিষ্ট করে দেয়া হবে, যা কোনোভাবেই ২০১৮ সালের সীমা অতিক্রম করবে না। চীনের স্টেট কাউন্সিল এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া এক সংগঠনের কর্মকর্তা নিশ্চিত করেছেন।
অবশ্য এরই মধ্যে চীনে শীর্ষ কয়লা রফতানিকারক অস্ট্রেলিয়া থেকে পণ্য আসার গতি শ্লথ হয়ে পড়েছে। এজন্য শুল্ক বিভাগে লম্বা তল্লাশি প্রক্রিয়াকেই দায়ী করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ‘বিভিন্ন খনি কোম্পানি এবং প্রাদেশিক সরকার আরো বেশি আমদানির বিষয়ে আপত্তি প্রকাশ করেছে। গত মাসে শুল্ক বিভাগের আয়োজিত এক বৈঠকে আমাকে ডাকা হয়েছিল এবং সেখানে আমাকে আমদানীকৃত কয়লার ক্রয় গতি নিয়ন্ত্রণের বিষয়ে সতর্ক করে দেয়া হয়।’
শ্যানডংয়ে আরেকটি স্টিল মিলের এক বিক্রয় ব্যবস্থাপকও চলতি বছর আমদানি কমিয়ে আনার নির্দেশ পেয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে চীনের শুল্ক বিভাগ এবং স্টেট কাউন্সিলের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে আমদানির পরিমাণ নির্দিষ্ট করে দেয়া হলেও কয়লার সাম্প্রতিক চড়া দাম কমাতে তা সহায়ক হবে না বলে ধারণা করা হচ্ছে। চীনে কয়লা খনিতে বেশ কয়েকটি দুর্ঘটনা এবং আমদানীকৃত কয়লা ছাড়ে শুল্ক বিভাগের দীর্ঘসূত্রতার কারণে কয়লার দাম বাড়ছে।
গত সোমবার ঝেংহৌ কমোডিটি এক্সচেঞ্জে সর্বশেষ প্রতি টন কয়লা ৬১৭ দশমিক ২ ইউয়ানে (৯১ দশমিক ৯৯ ডলার) বিক্রি হয়। এর আগে সোমবার প্রতি টন কয়লার দাম পাঁচ মাসের সর্বোচ্চে ওঠে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অভ্যন্তরীণ সরবরাহ বাড়লেও তা স্থানীয় বাজারে দাম কমাতে সহায়ক হবে না।
গত বছরের ডিসেম্বরে চীন মূলত কয়লা আমদানির কোনো অনুমোদন দেয়নি। এছাড়া ২০১৭ সালের সমপরিমাণে কয়লা আমদানির কোটা পূরণের জন্য শুল্ক বিভাগের ক্লিয়ারেন্স প্রদান কার্যক্রম বিলম্বিত করা হয়। এর পরও গত বছর ২০১৭ সালের (২৭ কোটি ৯ লাখ টন) তুলনায় প্রায় এক লাখ টনের বেশি কয়লা কয়লা আমদানি করেছিল দেশটি।