মায়ের মনে কষ্ট দিলে কি হয় জেনে নিন
মায়ের মনে কষ্ট দিলে কি হয় জেনে নিন। একজন সাহাবী (রাঃ) এর মা তার উপর নারাজ ছিল তাই মউতের সময় কালেমা পড়তে পারতেছিল না। সাথে আরো দুটি বাস্তব ঘটনা হুজুর বললেন যা শুনে গা শিউরে উঠল। আল্লাহ আমাদের সকলকে মাতাপিতার হক আদায় করার তাওফিক দান করুন।