নীলগিরিতে চা উৎপাদন কমেছে
ভারতের তামিলনাড়ু রাজ্যের পাহাড়ি জেলা নীলগিরি। চা উৎপাদন ও বিপণনের জন্য এ জেলার বিশেষ খ্যাতি রয়েছে। এ অঞ্চলের জেলাগুলোর মধ্যে নীলগিরিতে পানীয় পণ্যটির উৎপাদন সবচেয়ে বেশি হয়।
তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে নীলগিরির বাগানগুলোয় চা উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ কমে গেছে। খবর বিজনেস লাইন।
টি বোর্ড অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নীলগিরির বাগানগুলোয় সব মিলিয়ে ৭ লাখ ১০ হাজার কেজি চা উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৯৭ শতাংশ কম। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এ জেলায় মোট ৭ লাখ ৮০ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে নীলগিরির বাগানগুলোয় পানীয় পণ্যটির উৎপাদন কমেছে ৭০ হাজার কেজি।
এদিকে চলতি বছরের জানুয়ারিতে নীলগিরিতে সব মিলিয়ে ৮ লাখ ৪০ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। অর্থাৎ, এক মাসের ব্যবধানে স্থানীয় বাগানগুলোয় পানীয় পণ্যটির উৎপাদন কমেছে ১ লাখ ৩০ হাজার কেজি।