ওয়ালটন গ্রুপের মিডিয়া অফিস পরিবর্তন
প্রিয় সুধী,
শুভেচ্ছা।
অতি আনন্দের সাথে জানাচ্ছি, সম্প্রতি ওয়ালটন গ্রুপের মিডিয়া অফিস মিরপুরস্থ ডিওএইচএস থেকে মিরপুর ১ এর মাজার রোডে অবস্থিত ওয়ালটন গ্রুপের নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়েছে। পূর্বের অফিসের যাবতীয় কার্যাবলী এখন এই অফিস থেকেই সম্পাদন করা হবে। নতুন অফিসের যাত্রায় আপনাদের সহযোগিতা পূর্বের মতই অব্যহত থাকবে এই প্রত্যাশা।
বর্তমান অফিসের ঠিকানা –
ওয়ালটন মিডিয়া অফিস (৬ তলা)
১৯৮ – ১৯৯, ২য় কলোনি, মাজার রোড, মিরপুর – ১, ঢাকা – ১২১৬।
ধন্যবাদান্তে,
মিলটন আহমেদ
এডিশনাল ডিরেক্টর
ওয়ালটন গ্রুপ
যোগাযোগ- ০১৬৭৮ ০৪৮৯০৫।।