স্মার্টফোন দ্রুত চার্জ করার ম্যাজিক টিপস

প্রিমিয়াম স্মার্টফোনে ফাস্ট চার্জিং সুবিধা তো রয়েছেই। একটু দামি অ্যানড্রয়েড ফোনেও এই ফিচার আসতে শুরু করেছে। তবে আইফোনে এই ফিচার নেই বললেই চলে।

এ কারণে ঘন্টার পর ঘন্টা প্রিয় আইফোন চার্জারে কানেক্ট করেও পুরো চার্জ করা যায় না।

আইফোন ফাস্ট চার্জ করবেন কীভাবে?

আইফোনও ফাস্ট চার্জ করা সম্ভব। এর জন্য একটি অ্যাপেল লাইটনিং পোর্ট থেকে ইউএসবি টাইপ সি কনভার্টার কিনতে হবে। ফাস্ট চার্জ অ্যাডাপটার ব্যবহার করেও ফাস্ট চার্জ করা যাবে। এছাড়াও একাধিক পদ্ধতিতে আইফোন ফাস্ট চার্জ করা সম্ভব।

বাজারে বেশিরভাগ পাওয়ার ব্যাঙ্কে ২ অ্যাম্পিয়ার পাওয়ার আউটপুট থাকে। এই পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করে চার্জ করলে তুলনামুলক তাড়াতাড়ি আইফোন চার্জ হবে।

আইপ্যাডের চার্জার ব্যবহার করেও তাড়াতাড়ি আইফোন চার্জ করা যাবে। আইপ্যাডে বড় ব্যাটারি থাকার কারণে তুলনামুলক বেশি শক্তিশালী চার্জার ব্যবহার করে অ্যাপল।

তবে ফোনের সাথে দেওয়া চার্জারের থেকে বেশি শক্তিশালী চার্জার ব্যবহার করে ফোন চার্জ করলে ব্যাটারি তাড়াতাড়ি চার্জ হলেও ব্যাটারির আয়ু দ্রুত কমতে শুরু করে। নিয়মিত শক্তিশালী চার্জার ব্যবহার করে ফোন চার্জ করলে কয়েক মাসের মধ্যেই কমে যেতে পারে ব্যাটারি ব্যাকআপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *