মেসির হ্যাটট্রিকে বার্সার মধুর প্রতিশোধ

লিগে দুই দলের প্রথম দেখায় ৩ গোল করেও জয় পায়নি বার্সেলোনা।ফিরতি দেখায় বেটিসের মাঠেই দুর্দান্ত প্রতিশোধ নিয়েছে কাতালানরা, ফিরিয়ে দিয়েছে ঠিক ৪টি গোল।

দলকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ক্যারিয়ারের ৫১তম হ্যাটট্রিক করেছেন, লুইস সুয়ারেজ করেছেন ১ গোল। দুই তারকার যুগলবন্দীতে রিয়াল বেটিসকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা, এগিয়ে গিয়েছে শিরোপার পথে আরেক ধাপ।

খেলার ফলাফল যতটা একপেশে দেখাচ্ছে, রোববার রাতে বেটিসের মাঠে ঠিক ততটা সহজে জয় পায়নি মেসি-সুয়ারেজদের বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস মেলে। তবে কাঙ্ক্ষিত গোলটি আসে বার্সেলোনার পক্ষেই।

ম্যাচের ১৮তম মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন মেসি। পরে প্রথমার্ধের বিরতির ঠিক আগে তিনিই ব্যবধান বাড়িয়ে দ্বিগুণ করেন। সুয়ারেজের দুর্দান্ত পাসে জালের ঠিকানা খুঁজে নেন মেসি।

দ্বিতীয়ার্ধে ফিরে স্কোর শিটে নাম তোলেন সুয়ারেজ। ৬৩তম মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে প্রায় একক নৈপুণ্যে বেটিসের তিন খেলোয়াড়কে কাটিয়ে জালে বল জড়ান সুয়ারেজ। চলতি লিগে এটি তার ২১তম গোল, সঙ্গে রয়েছে ১০টি এসিস্ট।

৮২তম মিনিটে লোরেন মোরনের গোলে ব্যবধান কমায় বেতিস। তবে মিনিট তিনেক পরই আবারও গোল করে বার্সেলোনা। এবার নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি। ইভান রাকিতিচের ছোট্ট করে বাড়ানো বলে অসাধারণ এক চিপে জালের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন এ তারকা ফুটবলার।

চলতি আসরে তার এটি ২৯তম ও সব মিলিয়ে মৌসুমে ৩৯তম গোল। স্পেনের শীর্ষ লিগে মেসির এটা ৩৩তম আর ক্যারিয়ারে ৫১তম হ্যাটট্রিক।

দুর্দান্ত এ জয়ে ২৮ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৬। রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *