চলো, পার্টি শুরু করে দেওয়া যাক
মুখের কথাটুকু খসার অপেক্ষা। তার পরেই গুলির শব্দ। দশ, কুড়ি, পঞ্চাশ…অন্তত একশো বার। টর্চের আলোয় দেখা যাচ্ছে ভয়ার্ত মুখ। শোনা যাচ্ছে আর্তনাদ। এ-দিক ও-দিকে লুটিয়ে পড়ছেন অসংখ্য মানুষ।
নিউজ়িল্যান্ডের ক্রাইস্টচার্চের নুর আল মসজিদে মুসলিম নিধনের সময়ে হেলমেট লাগানো ক্যামেরায় ১৭ মিনিটের ভিডিয়ো তুলে লাইভ স্ট্রিমিং করল আততায়ী। শুক্রবারের নমাজের সময়ে ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে শ্বেত সন্ত্রাসের শিকার হয়েছেন ৪৯ জন। গুরুতর জখম ৪৮।
জখমদের মধ্যে এক জন ভারতীয়ও রয়েছেন। খোঁজ মিলছে না আরও ন’জন ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতের। গ্রেফতার করা হয়েছে বন্দুকবাজ-সহ চার জনকে। প্রথমে হামলাকারীদের ‘বন্দুকবাজ’ বললেও ঘটনার ঘণ্টাখানেক পরে সাংবাদিক বৈঠকে নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন বলেন, ‘‘এটা সন্ত্রাসবাদী হামলা। আমাদের দেশের ইতিহাসে অন্যতম ন্যক্কারজনক দিন এটি।’’