ফের ইনিংস পরাজয় টাইগারদের

বৃষ্টিতে প্রথম দু’দিন ভেসে গিয়েছিল। খেলা হলো শেষ তিন দিন। তাও বৃষ্টি বাগড়ায় একদিন ৩০ ওভারের মত খেলা হয়নি। তবুও ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এক ইনিংস ও ১২ রানের ব্যবধানে হারতে হলো বাংলাদেশেকে।

প্রথম ইনিংসে স্বাগতিক নিউজিল্যান্ডের করা ৪৩২ রানের জবাবে বাংলাদেশের দুই ইনিংস থামলো ২১১ ও ২০৯ রানে। দ্বিতীয় ইনিংসে মাহমুদুল্লাহর ৬৭ এবং মিঠুনের ৪৭ সত্ত্বেও ইনিংস পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ।

মূলত: নেইল ওয়াগনার আর ট্রেনট বোল্টের কাছেই হারতে হয়েছে বাংলাদেশকে। ওয়াগনার পাঁচটি এবং বোলট নেন চার উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *