ড. কামালকে ‌‘কটাক্ষ’ করল আমিনুর রহমান

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনকে ‘কটাক্ষ’ করেছেন বিএনপি নেতৃত্বাধীন ২৩ দল বিশিষ্ট ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান।

গত বৃহস্পতিবার গণফোরাম থেকে ধানের শীষ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করা সুলতান মোহাম্মদ মনসুর শপথ গ্রহণ করলে তাকে বহিষ্কার করা হয়। তারপর শুক্রবার বিকেলে গণফোরামের এক বর্ধিত সভায় ড. কামাল হোসেন বলেন, ‌মানুষের মাথা কেনা যায় না, গরু-ছাগলের মাথা কেনা যায়। যারা গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল হিসেবে পরিচিত।

ড. কামাল হোসেনের এই বক্তব্যের পর তার নাম উল্লেখ না করে ২০ দল নেতা এম এম আমিনুর রহমান ড. কামালের প্রতি ইঙ্গিত করে প্রশ্ন তোলেন। তার ফেসবুক আইডিতে লিখেন, ‘যারা গরু ছাগল চিনতে ভুল করে তারা একটি রাজনৈতিক জোটের শীর্ষ নেতা হিসেবে কি ফিট?’

ঐক্যফ্রন্ট বিরোধী এই নেতা তার আরেকটি পোস্টে লিখেন, ‘স্রোতের বিপরীতে চলতে গেলেই বুঝা যায় সত্যিকারের আপন ভেবে ক’জন থাকে পাশে। স্রোতের দিকে তো ঝাঁকে ঝাঁকে কচুরিপানাও ভাসে।। জোট গঠনে বিএনপির উচিত ছিল একটু গভীরভাবে যাচাই বাছাই করা। তাহলে আজ হয়তো এমন ঘটনা ঘটতো না।’

তিনি আরও বলেন, ‌‌‘যদিও এসব বিষয় নিয়ে তাদের কেউ চিন্তা করছে বলে মনে হচ্ছে না? কথায় আছে যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তাদের ভবিষ্যৎ বর্গাচাষীর মতো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *