শিরোপায় এক হাত রোনালদোর জুভেন্টাসের

ইতালিয়ান সিরিআ‘তে টানা অষ্টম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে চলে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্টাস। রোববার রাতে নিকট প্রতিদ্বন্দ্বি নাপোলিকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে ১৬ পয়েন্ট এগিয়ে গেছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

জোড়া গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় জুভেন্টাস। তবে দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফিরতে প্রাণপন চেষ্টা করেছে পয়েন্ট তালিকার দুই নাম্বারে থাকা নাপোলি। তবে গোল পেলেও বেশ কয়েকটি সুযোগ নষ্ট হওয়ায় ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে কার্লো আনচেলত্তির দলের।

ম্যাচের ২৫ মিনিটেই বড় ধাক্কা খায় নাপোলি। ফুলব্যাক কেভিন মালকুইট ব্যাক পাস থেকে বল পেয়ে গিয়েছিলেন রোনালদো। নিশ্চিত গোলের সম্ভাবনা দেখে পর্তুগিজ যুবরাজকে ফাউল করে বসেন নাপোলি গোলরক্ষক অ্যালেক্স পেরেত। রেফারি লাল কার্ড দিতে ভুল করেননি।

২৮তম মিনিটেই গোল পেয়ে যায় জুভেন্টাস। বাঁকানো ফ্রি-কিক থেকে নাপোলির রক্ষণ প্রাচীরের উপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন মিরালেম পিয়ানিচ।

দশজন নিয়ে খেলা নাপোলি ৩৯ মিনিটে খায় দ্বিতীয় ধাক্কাটি। এবার ডান দিক থেকে ফেদেরিকো বের্নারদেস্কির ক্রস থেকে বল পেয়ে দারুণ হেডে জাল কাঁপান জুভেন্টাসের এমরে কান।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে দশজনের দল হয়ে যায় জুভেন্টাসও। মাঝমাঠের কাছে অহেতুক হাত দিয়ে বল ঠেকিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বসনিয়ার মিডফিল্ডার পিয়ানিচ।

এরপর লড়াইয়ে ফিরতে করতে মরিয়া হয়ে চেষ্টা করেছে নাপোলি। ৬১ মিনিটে এক গোল শোধও করে তারা। বাঁ দিক থেকে লরেঞ্জো ইনসিনিয়ের দারুণ ক্রস গোলমুখে পেয়ে আলতো টোকায় গোল করেন হোসে কায়েহন। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কার্লো আনচেলত্তির দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *