ব্রাজিলের ভুট্টা রফতানিতে রেকর্ড প্রবৃদ্ধি
ব্রাজিল বিশ্বের তৃতীয় শীর্ষ ভুট্টা উৎপাদক ও রফতানিকারক দেশ। সর্বশেষ ২০১৮ সালে দেশটির ভুট্টা রফতানিতে আগের বছরের মন্দাভাব কাটিয়ে ১৮ দশমিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিদায়ী বছরে ব্রাজিলের ভুট্টা উৎপাদন খাতেও চাঙ্গাভাব ফিরে এসেছে। বাম্পার ফলনের কারণে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানিও আগের তুলনায় বেড়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।
ইউএসডিএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ব্রাজিল থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২ কোটি ৯০ লাখ টন ভুট্টা রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৮ দশমিক ৩৭ শতাংশ বেশি। ২০১৭ সালে দেশটি থেকে ২ কোটি ৪৫ লাখ টন ভুট্টা রফতানি হয়েছিল। সে হিসাবে, এক বছরের ব্যবধানে দেশটি থেকে অতিরিক্ত ৪৫ লাখ টন ভুট্টা রফতানি হয়েছে।
এর আগে ২০১৪ সালে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি ভুট্টা রফতানি হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ওই সময় দেশটি থেকে খাদ্যপণ্যটির মোট রফতানি দাঁড়িয়েছিল ৩ কোটি ৪৪ লাখ ৬১ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ৬৪ দশমিক ৩৬ শতাংশ বেশি।
রাবোব্যাংকের বিশ্লেষক ভিক্টর ইকেদা বলেন, আবহাওয়া অনুকূল থাকায় বিদায়ী বছরে ব্রাজিলে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। এর প্রভাব পড়েছে কৃষিপণ্যটির রফতানিতেও। বাড়তি উৎপাদনের জের ধরে গত বছর ব্রাজিল থেকে আন্তর্জাতিক বাজারে ভুট্টা রফতানি আগের বছরের তুলনায় ১৮ শতাংশের বেশি বেড়েছে। চলতি বছরও দেশটির ভুট্টা উৎপাদন ও রফতানি খাতে চাঙ্গাভাবের সম্ভাবনা রয়েছে।
বাড়তি রফতানির পেছনে ব্রাজিলের ভুট্টা উৎপাদন খাতের চাঙ্গাভাবকে চিহ্নিত করেছে ইউএসডিএ। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ব্রাজিলে ৯ কোটি ৪৫ লাখ টন ভুট্টা উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ২৪ শতাংশ বেশি। ২০১৭ সালে ৮ কোটি ২০ লাখ টন ভুট্টা উৎপাদন হয়।
সে হিসাবে, এক বছরের ব্যবধানে কৃষিপণ্যটির উৎপাদন বেড়েছে ১ কোটি ২৫ লাখ টন। এর আগে ২০১৬ সালে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদন হয়েছিল। ইউএসডিএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওই বছর ব্রাজিলে ৯ কোটি ৮৫ লাখ টন ভুট্টা উৎপাদন হয়েছিল, যা আগের বছরের তুলনায় ৪৭ দশমিক ১ শতাংশ বেশি।