চীন-সৌদি ২৮০০ কোটি ডলারের চুক্তি
সৌদি আরব এবং চীনের মধ্যে ২৮ বিলিয়ন ডলারের অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল শুক্রবার দুই দেশের যৌথ বিনিয়োগ ফোরামে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
গতকালই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সফররত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠক হয়। সৌদির বার্তা সংস্থা এসপিএ এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের
এসপিএ জানায়, সৌদির বিনিয়োগ সংস্থা সাগিয়ার সঙ্গে চীনের ৩৫টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফোরামে চীনের চারটি কোম্পানির লাইসেন্সকে পুরস্কৃত করা হয়েছে। চুক্তির মধ্যে ১০ বিলিয়ন ডলার ব্যয়ে চীনে একটি রিফাইনিং এবং পেট্টোকেমিক্যাল কমপ্লেক্স স্থাপন করবে সৌদি আরব।
শি জিনপিংয়ের সঙ্গে সৌদি যুবরাজের বৈঠকে সন্ত্রাসবাদ এবং চরমপন্থা প্রতিরোধে আলোচনা হয়েছে। বৈঠকের পর শি জিনপিং সাংবাদিকদের বলেন, চীন সৌদি আরবের ভাল বন্ধু এবং একইসঙ্গে ভাল অংশীদার। তিনি বলেন, যুবরাজের সফরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা মজবুত তা প্রমাণিত হয়েছে।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, চীনের সঙ্গে শত বছর কিংবা হাজার বছর ধরে সুসম্পর্ক বজায় আছে সৌদি আরবের। দেশটির সঙ্গে সম্পর্কে আমাদের কোনো সমস্যা হয়নি।
চীন মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বেইজিং রিয়াদের সঙ্গে সম্পর্কে সতর্কতা বজায় রাখছে। কারণ সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।