হেটমারের সেঞ্চুরিতে সিরিজ সমতায় ওয়েস্ট ইন্ডিজ
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সিমরন হেটমারের অনবধ্য সেঞ্চুরিতে ও কটলারে বোলিং তোপে জয় তুলে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে উইন্ডিজ।
বল হাতে উুড, প্লানকেট, স্টোকস ও রশিদ একটি করে উইকেট নেন।
২৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬৩ রানে অলআউট হয়ে যায় ইংশিরা। বেন স্টোকসের ৭৯ (৮৫) ও ইয়ন মরগানের ৭০ (৮৩) রান করেও জিততে পারেনি প্রথম ম্যাচে ৩৬০ রান চেইজ করে জয় পাওয়া দলটি।
ক্যারিবীয় বোলার কটরেল ও ব্যাটসম্যানের কাছেই হেরে যায় দলটি। কটরেল একাই ৫ উইকেট তুলে নেয়। ৯ওভার বল করে ৪৬ রান দিয়ে উইকেট গুলো তুলে নেন তিনি। এছাড়া জেসন হোল্ডার নেয় তিনটি উইকেট ও থমাস এবং ব্র্যার্থওয়েট নেয় একটি করে উইকেট।
৮৩ বল খেলে ১০৪ রান করে অপরাজিত থাকেন ক্যারিবীয় মিডল অর্ডারের ব্যাটসম্যান সিমরন হেটমার। ১০৪ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি মারেন তিনি।
প্রথম ম্যাচে সেঞ্চুরি করা ক্রিজ গেইল দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে আদিল রশিদের বলে বোল্ড হয়ে যান। ৫০ রানের ইনিংসে ৪টিই ছিলো ওভার বাউন্ডারি আর একটি চারের মার। এছাড়া শাই হোপ করেন ৩৩ রান।