পুচকে দলের কাছে রিয়ালের হার

ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ যেখানে ছুটছে লিগ শিরোপা জেতার লক্ষ্যে, সেখানে দুর্বল জিরোনা লড়ছে রেলিগেশন থেকে বাঁচার জন্য। কিন্তু রোববার দুই দলের মাঠের লড়াইয়ে যেনো উল্টে গেল আগের সব সমীকরণ।

এ পরাজয়ে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দুই নম্বরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৪৭ পয়েন্ট।

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে এসে ২-১ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে জিরোনা। লিগের গুরুত্বপূর্ণ সময়ে মূল্যবান ৩ পয়েন্ট খুইয়ে শিরোপা দৌড় থেকে আবারও বেশ খানিক দূরে ছিটকে পড়েছে রিয়াল।

অথচ নিজেদের দর্শকদের সামনে ম্যাচের প্রথম গোলটা করেছিল স্বাগতিকরা রিয়ালই। ম্যাচের ২৫তম মিনিটে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের মাপা ক্রসে নিখুঁত হেডে জালে বল জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো।

প্রথমার্ধে গোলের সহজ সুযোগ পেয়েছিলেন লা লিগায় নিজের ৩০০তম ম্যাচ খেলতে নামা রিয়ালের ফরাসি তারকা করিম বেনজেমা। কিন্তু লুকাস ভাসকুয়েজের বাড়িয়ে দেয়া বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন তিনি। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যেতে হয় রিয়ালকে।

দ্বিতীয়ার্ধে ফিরে রিয়ালের কাছ থেকে যেন উপহারই পায় জিরোনা। ডি-বক্সের মধ্যে রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে দলকে সমতায় আনেন ক্রিশ্চিয়ান স্টুয়ানি।

গোল খেয়ে যেন ছন্নছাড়া হয়ে পড়ে রিয়াল। সে সুযোগ নিয়ে ম্যাচের ৭৫তম জিরোনাকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার পোর্তু। এ গোল আর শোধ করতে পারেনি রিয়াল। উল্টো ম্যাচের একদম শেষদিকে লালকার্ড দেখেন সার্জিও রামোস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *