চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০০ বাড়িঘর ভস্মীভূত নিহত ৮

শনিবার গভীর রাতে চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকার একটি বস্তিতে আগুন লেগে ৮ জন মারা গেছেন। রাত সাড়ে তিনটার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। আগুনে প্রায় ২০০ বাড়িঘর পুড়ে গেছে। ধ্বংসস্তুপ থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ৮ জনের সাতজনই দুই পরিবারের সদস্য।

অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *