রাজবাড়ীতে বাস খালে পড়ে চাচা-ভাতিজা নিহত
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী পাংশার শিয়ালডাঙ্গী এলাকায় ওরসযাত্রীদের একটি বাস খালে পড়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন ওরসযাত্রী। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে শিয়ালডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার ওসি এসএম জাহাঙ্গীর আলম জানান, বগুড়ার নন্দীগ্রাম থেকে একটি মিনি বাসে করে বালিয়াকান্দির রসুলপুরের পীর সাহেবের (অন্ধ হুজুর) বাড়ি যাচ্ছিলেন ওরসযাত্রীরা। রাত ২টার দিকে পাংশার শিয়ালডাঙ্গী এলাকার সড়কে একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায় বাসটি। এ সময় ঘটনাস্থলেই ২ জন মারা যান। আহত হন বেশ কয়েকজন।
নিহতরা হলেন, বগুড়ার নন্দীগ্রাম বাঁশবাড়ী এলাকার শাহেব আলীর ছেলে জামাল উদ্দিন প্রামানিক (২৮) ও একই এলাকার বাদশা প্রামানিকের ছেলে মিলন প্রামানিক (২২)। সম্পর্কে তারা চাচা ভাজিতা।