রোমে খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩
ইতালিতে গতকাল বুধবার উয়েফা ইউরোপা লিগের খেলাকে কেন্দ্র করে দুই দল সমর্থকের মধ্যে সংঘর্ষে তিনজন ছুরিকাহত হয়েছেন। রাজধানী রোমে ফুটবলের ইউরোপীয় দুই ক্লাব লাজিও ও সেভিলার সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আজ বৃহস্পতিবার উয়েফা ইউরোপা লিগে লাজিও-সেভিয়ার মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।
আহত তিনজনের মধ্যে দুজন স্প্যানিশ সমর্থক ও একজন যুক্তরাষ্ট্রের নাগরিক।
স্থানীয় এক বারের মালিক বলেন, ‘পরিস্থিতি শান্ত ছিল। আচমকা আমরা চিৎকার-চেঁচামেচি শুনতে পাই। আমরা জানালার দিকে দৌড়ে গিয়ে দেখি, এক দলের লোক অপর দলের লোকদের আক্রমণ করেছে।’
রোমের কলোসিয়ামের কাছে মন্টি এলাকায় প্রায় ৪০ জন মানুষের মধ্যে এই সংঘর্ষ বাধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, একজন স্প্যানিশ সমর্থকের আঘাত গুরুতর। অন্য দুজন আশঙ্কামুক্ত।