কোকো রফতানি বেড়েছে আইভরি কোস্টে
চলতি ২০১৮-১৯ মৌসুমের প্রথম ১২৭ দিনে (১ অক্টোবর-৪ ফেব্রুয়ারি) আইভরি কোস্ট থেকে কোকো রফতানি আগের মৌসুমের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। আইভরি কোস্টের বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রফতানি-বিষয়ক সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
কোকো উৎপাদনকারী দেশগুলোর তালিকায় আইভরি কোস্টের অবস্থান বিশ্বে প্রথম। গত ১ অক্টোবর থেকে দেশটিতে কোকোর ২০১৮-১৯ বিপণন মৌসুম শুরু হয়েছে। চলবে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
চলতি ২০১৮-১৯ মৌসুমের প্রথম ১২৭ দিনে আইভরি কোস্ট সব মিলিয়ে ১৩ লাখ ৭৬ হাজার টন কোকো রফতানি করেছে, যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি।
২০১৭-১৮ মৌসুমের একই সময় দেশটি থেকে মোট ১২ লাখ ৫৯ হাজার টন কোকো রফতানি হয়েছিল। সে হিসাবে, এক বছরের ব্যবধানে আইভরি কোস্ট থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির রফতানি বেড়েছে ১ লাখ ১৭ হাজার টন।