লোয়াব এর নতুন সভাপতি আজম জে চৌধুরী
ইস্ট-কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক আজম জে চৌধুরী এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
পাশাপাশি বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালক ও বেক্সিমকো এলপিজি লিমিটেডের পরিচালক সায়ান এফ রহমান সংগঠনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অ্যাসোসিয়েশনের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আজম জে চৌধুরী দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি ইস্ট-কোস্ট গ্রুপ, বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেড কনসলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (প্রাক্তন জেমস ফিনলে লিমিটেড) চেয়ারম্যান।
এ ছাড়া তিনি মবিল যমুনা লুব্রিক্যান্ট (এমজেএল) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সেন্ট্রাল ডিপোজেটরি অব বাংলাদেশের (সিডিবিএল) একজন পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বাংলাদেশ এনার্জি কোম্পানিজ অ্যাসোসিয়েশনের এবং বাংলাদেশ ওশেন গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের (বিওজিএসওএ) সভাপতি। তিনি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য।
এলপিজি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সহ-সভাপতি সায়ান এফ রহমান দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালক ও সার্ক ইয়ুথ চেম্বারের নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশে কাজাখস্তানের অনারারি কনসাল জেনারেল। সায়ান এফ রহমান ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের কাউন্সিলর এবং বিপিএলের ফ্রাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটসের চেয়ারম্যান।