পাকিস্তানে তুলা উৎপাদন কমেছে
পাকিস্তানে তুলা উৎপাদনে মন্দাভাব দেখা দিয়েছে। চলতি ২০১৮-১৯ মৌসুমের ১৫ জানুয়ারি পর্যন্ত দেশটিতে তুলা উৎপাদন আগের মৌসুমের একই সময়ের তুলনায় সাড়ে ৭ শতাংশের বেশি কমে ১ কোটি ৫ লাখ বেলের নিচে নেমে এসেছে। পাকিস্তান কটন গিনার্স অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বিজনেস রেকর্ডার ও ডন।
পাকিস্তান বিশ্বের পঞ্চম শীর্ষ তুলা উৎপাদনকারী দেশ। দেশটির পাঞ্জাব প্রদেশে সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয়। ২০১৮-১৯ মৌসুমের ১৫ জানুয়ারি পর্যন্ত এ প্রদেশে সব মিলিয়ে ৬৩ লাখ ২৪ হাজার বেল তুলা উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৭৯ শতাংশ কম।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ মৌসুম শুরুর পর থেকে গত ১৫ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানে সব মিলিয়ে ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার বেল তুলা উৎপাদন হয়েছে, যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭৪ শতাংশ কম।
২০১৭-১৮ মৌসুমের একই সময়ে দেশটিতে মোট ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৮০০ বেল তুলা উৎপাদন হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাকিস্তানে পণ্যটির উৎপাদন কমেছে ৮ লাখ ৭৭ হাজার ৮০০ বেল।
অন্যদিকে সিন্ধু প্রদেশে পণ্যটির সম্মিলিত উৎপাদন ২ দশমিক ৬৬ শতাংশ কমেছে। এ সময় সিন্ধু প্রদেশে মোট ৪১ লাখ ৩২ হাজার বেল তুলা উৎপাদন হয়েছে।