বিএনপির জনপ্রিয়তা তলানিতে : তথ্যমন্ত্রী
নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির জনপ্রিয়তা এখন তলানিতে গিয়ে ঠেকেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সদ্যপ্রয়াত উত্তর জেল আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে বিএনপির চা-চক্রে না যাওয়া বিষয়টি স্বাভাবিক, কারণ তাদের দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রীকে ১০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল। প্রধানমন্ত্রী দুয়ারে দাঁড়িয়ে থাকলে যাদের দুয়ার খোলে না তারা প্রধানমন্ত্রীর চা-চক্রে যাবেন না এটা অত্যন্ত স্বাভাবিক।’
প্রয়াত উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘তিনি রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন। ওনি মাত্র ২৭ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে সংসদ সদস্য হয়েছিলেন।
তিনি ছিলেন নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয় নেতা। তিনি নেতাকর্মী এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেন তার বক্তব্যের মাধ্যমে। নুরুল আলমের মৃত্যুর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদকে হারিয়েছে। এই ক্ষতি পূরণ হওয়ার নয়।’
বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আমরা হাত প্রসারিত করেছি, আপনারাও আপনাদের হাত প্রসারিত করুন। তাহলে আপনাদের রাজনীতি বাঁচবে, বিএনপি টিকবে।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যার আবদুছ সালাম, ফটিকছড়ি থেকে নির্বাচিত সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ।