সেভিয়াকে আধ ডজন গোল দিল বার্সা

বার্সেলোনা দলটিই এমন। তাদের প্রতিশোধ ভীষণ ভয়ংকর। লা লিগায় জিরোনা সেটা টের পেয়েছিল। এবার কোপা দেল রেতে দেখল সেভিয়া। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার মাঠে ২-০ গোলে হেরে গিয়েছিল বার্সা। নিজেদের মাঠে তারা জবাবটা দিল নির্মমভাবে, সেভিয়াকে উড়িয়ে।

বুধবার রাতে ন্যু ক্যাম্পে সেভিয়াকে নিয়ে যেন রীতিমত ছেলেখেলায় মেতেছিল বার্সেলোনা। ২-০ গোলে হারের জবাবটা তারা দিয়েছে ৬-১ গোলের বিশাল জয়ে। দলের পক্ষে জোড়া গোল করেন কৌতিনহো। একটি করে গোল পান ইভান রাকিটিচ, সার্জিও রবার্তো, লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি। সেভিয়ার হয়ে একমাত্র গোলটি করেন অ্যারানা।

এই জয়ে দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। তাতে কোপা দেল রের সেমিফাইনালও নিশ্চিত হয়েছে আরনেস্তো ভালভার্দের শিষ্যদের।

ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় বার্সা। মেসিকে ডি বক্সে ফাউল করেছিল সেভিয়া। সুযোগ পেয়ে স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ফিলিপ কৌতিনহো।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে উঠে বার্সা। ৫৩ মিনিটের সময় হেডে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান কৌতিনহো। পরের মিনিটেই মেসির পাসে গোল করেন সার্জিও রবার্তো। ৪-০ গোলে যায় বার্সা।

২৪ মিনিটে আরও একটি পেনাল্টি পায় বার্সা। তবে এভার বানেগার স্পট কিক বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন সেভিয়ার গোলরক্ষক ইয়াসপের সিলেসেন। তবে দ্বিতীয় গোলটির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ৩১ মিনিটে আর্থারের কাছ থেকে বল পেয়ে গোল করেন ইভান রাকিতিচ।

৬৭ মিনিটে এসে সেভিয়ার পক্ষে একটি গোল করেন গিলের্মো আরানো। ওই পর্যন্তই। শেষদিকে এসে আরও দুটি গোল করে সেভিয়াকে একেবারে লজ্জায় ফেলে দেয় বার্সা। ৮৯ মিনিটে গোল করেন লুইস সুয়ারেজ। আর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে একজনকে কাটিয়ে বাঁ পায়ের শটে জাল কাঁপান মেসি।

One thought on “সেভিয়াকে আধ ডজন গোল দিল বার্সা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *