যে আজব প্রাণী আপনি প্রথম দেখলেন (ভিডিও)
সমুদ্রের রহস্য কখনই শেষ হওয়ার নয়। এখনও পর্যন্ত পৃথিবীর জলভাগের বেশির ভাগটাই যে অজানা রয়ে গেছে মানুষের কাছে। সেই কথাই প্রমাণ করতেই যেন উঠে এল ‘জীবন্ত কঙ্কাল’।
জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ভাইরাল প্রেস’-এ সম্প্রতি আপলোড করা এক ভিডিওকে ঘিরে দেখা দিয়েছে চাঞ্চল্য। তাইল্যান্ডের ফ্যাংঙ্গা অঞ্চলের কোহ ইয়াও নোই দ্বীপের কাছে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে এক অদ্ভুতদর্শন প্রাণী। আর ওই প্রাণীকে ঘিরেই তৈরি হয়েছে চাঞ্চল্য।
আপাত দৃষ্টিতে প্রাণীটি দেখতে কঙ্কালের মতো। কিন্তু সে রীতিমতো জীবন্ত। গায়ে জলজ উদ্ভিদ জড়ানো অবস্থায় সে হেঁটে বেড়াচ্ছে মৎস্যজীবীদের নৌকার ডেকে। এমন একটি ভিডিও ইউটিউবে পোস্ট হলে তাকে ঘিরে শুরু হয় বিতর্ক।
এই সামুদ্রিক প্রাণীটির এমন চেহারা বস্তুত ‘ক্যামোফ্লাজ’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার দেহের গঠন অনেকটা কাঁকড়ার মতো। কিন্তু এমন কাঁকড়া এর আগে কখনও কেউ দেখেননি, এটা নিশ্চিত। এখনও পর্যন্ত এই প্রাণীর পরিচয় অজানা। তবে একে চেনার চেষ্টা করছেন সামুদ্রিক জীববিজ্ঞানীরা।