চীনে রসুন রফতানি দশমিক ৪ শতাংশ কমেছে
চীনের রসুন রফতানি খাতে মন্দাভাব দেখা দিয়েছে। ২০১৮ সালের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৪ শতাংশ কমেছে।
একই সময়ে আন্তর্জাতিক বাজারে রসুনের দাম কম থাকার কারণে চীনা রফতানিকারকদের আয় অর্ধেকে নেমে এসেছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর প্রডিউস রিপোর্ট।
চীন বিশ্বের শীর্ষ রসুন উৎপাদনকারী দেশ। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর প্রতি বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য পরিমাণ রসুন রফতানি হয়। রসুন রফতানিকারক দেশগুলোর তালিকায় চীনের অবস্থান শীর্ষে। পণ্যটির বৈশ্বিক রফতানি বাণিজ্যের প্রায় ৭০ শতাংশ চীন এককভাবে জোগান দেয়।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি-নভেম্বর সময়ে চীন থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৬ লাখ টন রসুন রফতানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৪ শতাংশ কম।
এ সময় পণ্যটির রফতানি বাবদ চীনা রফতানিকারকদের আয় দাঁড়িয়েছে ১১৬ কোটি ডলারে। এক বছরের ব্যবধানে রসুন রফতানি করে চীনা রফতানিকারকদের আয় কমেছে ৫৩ দশমিক ৩ শতাংশ।
মূলত আন্তর্জাতিক বাজারে রসুনের দাম কমতির দিকে থাকায় বিদায়ী বছরের প্রথম ১১ মাসে পণ্যটি রফতানি করে চীনা রফতানিকারকদের আয় অর্ধেকে নেমে এসেছে। আগামী ফেব্রুয়ারি-মার্চ নাগাদ ২০১৮ সালে রসুন রফতানি নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে চীনা রাজস্ব বিভাগ।