হারিয়ে যাওয়া স্মার্টফোন এখন কোথায়?

হারিয়ে গেছে স্মার্টফোন? জানতে চান আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনটি এখন কোথায়?

আপনার এনড্রয়েড স্মার্টফোনেই রয়েছে এমন একটি ফিচার যার সাহায্যে সহজেই আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনের লোকেশন জানা সম্ভব। গুগল ম্যাপের সাহায্যে কম্পিউটার বা ল্যাপটপ থেকে সহজেই এ সুবিধা পাওয়া যায়।

যে কোনও এনড্রয়েড স্মার্টফোনেই রয়েছে Find Your Phone ফিচার। আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোন যদি অন থাকে, তাহলে এই ফিচার কাজে লাগিয়ে সেটি কোথায় আছে তা জেনে নেওয়া যায়। এ জন্য হারানো স্মার্টফোন আর সেটি খোঁজার জন্য ব্যবহৃত কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন থাকা জরুরি।

এ ছাড়াও দু’টি ডিভাইসেই একই গুগল আইডি (ই-মেইল) থেকে লগ-ইন থাকতে হবে। আর স্মার্টফোনে লোকেশান সার্ভিস (জিপিএস) অন থাকতে হবে।

হারিয়ে যাওয়া স্মার্টফোনের ‘বর্তমান লোকেশন’ জানার পদ্ধতি –

  •  কম্পিউটার বা ল্যাপটপে www.google.com/maps/timeline ভিজিট করুন।
  • হারিয়ে যাওয়া স্মার্টফোনে যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে লগ-ইন করা আছে, সেই একই গুগল অ্যাকাউন্ট কম্পিউটার বা ল্যাপটপ থেকে লগ ইন করুন।
  •  এখান থেকে হারিয়ে যাওয়া স্মার্টফোনের ঠিক কোন দিনের লোকেশন জানতে চান, তা সিলেক্ট করলেই গুগল ম্যাপের উপরে আপনার স্মার্টফোনের লোকেশন দেখতে পাবেন।
  • ১৫,৮০০ টাকায় ল্যাপটপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *