ইউক্রেনর রেকর্ড পরিমাণ শস্য রফতানি
পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন। শস্য উৎপাদন ও রফতানির জন্য দেশটির বিশেষ খ্যাতি রয়েছে। ইউক্রেন থেকে আন্তর্জাতিক বাজারে গম, ভুট্টা, যব, তেলবীজসহ বিভিন্ন ধরনের শস্য রফতানি হয়।
চলতি ২০১৮-১৯ মৌসুমে অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলন ও রফতানি চাহিদা বেশি থাকায় দেশটি থেকে শস্য রফতানির পরিমাণ ৪ কোটি ৭০ লাখ টন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা উঠে এসেছে। এর মধ্য দিয়ে শস্য রফতানিতে নতুন রেকর্ড গড়বে দেশটি। খবর এগ্রিমানি ও সিনহুয়া।
২০১৮ সালের ১ জুলাই ইউক্রেনে শস্য রফতানির ২০১৮-১৯ মৌসুম শুরু হয়েছে। চলবে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। চলতি মৌসুমে দেশটি থেকে সব মিলিয়ে ৪ কোটি ৭২ লাখ টন শস্য রফতানি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আগের মৌসুমে ইউক্রেন থেকে আন্তর্জাতিক বাজারে মোট ৩ কোটি ৯৪ লাখ টন শস্য রফতানি হয়েছিল। সে হিসাবে, এক বছরের ব্যবধানে ইউক্রেন থেকে শস্য রফতানি বাড়তে পারে ৭৮ লাখ টনের বেশি। এর মধ্য দিয়ে শস্য রফতানিতে নতুন রেকর্ড গড়তে পারে দেশটি।
২০১৮-১৯ বিপণন মৌসুমের প্রায় আট মাস হতে চলেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এবারের মৌসুমের শুরু থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ইউক্রেন থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২ কোটি ৬৫ লাখ টন শস্য রফতানি হয়েছে।
আগের মৌসুমের একই সময়ে ইউক্রেন থেকে শস্য রফতানির পরিমাণ দাঁড়িয়েছিল ২ কোটি ২৯ লাখ টনে। সে হিসাবে, এক বছরের ব্যবধানে দেশটি থেকে অতিরিক্ত ৩৬ লাখ টন শস্য রফতানি হয়েছে। এ অর্জন মৌসুম শেষে দেশটির শস্য রফতানিতে নতুন রেকর্ড গড়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।