অ্যালুমিনিয়াম উৎপাদন বাড়ল সাড়ে ৯ লাখ টন
বিদায়ী বছরে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিল। রুশ প্রতিষ্ঠান রোসাল পিএলসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা ব্যবহারিক ধাতুটির সরবরাহ ব্যাহত করে বাজার পরিস্থিতিতে অস্থিরতা তৈরি করেছিল।
এর পরও বছর শেষে বিশ্বব্যাপী অ্যালুমিনিয়াম উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় সাড়ে ৯ লাখ টন বেড়ে ৬ কোটি ৪০ লাখ টন ছাড়িয়ে গেছে। তবে গত বছর ব্যবহারিক ধাতুটির বৈশ্বিক উত্তোলন প্রবৃদ্ধির গতি এক দশকের মধ্যে সবচেয়ে বেশি কমে এসেছে। ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের (আইএআই) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর মাইনিংডটকম ও ব্লুমবার্গ।
আইএআইয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি।
২০১৭ সালে ব্যবহারিক ধাতুটির বৈশ্বিক উৎপাদন ছিল ৬ কোটি ৩৪ লাখ ৪ হাজার টনে। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে উৎপাদন বেড়েছে ৯ লাখ ৩৭ হাজার টন। ১৯৭৩ সাল থেকে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদনের রেকর্ড রাখতে শুরু করেছে আইএআই। এরপর থেকে ব্যবহারিক ধাতুটির এটাই সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড।
তবে বিদায়ী বছরে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন খাতে প্রবৃদ্ধির গতি গত এক দশকের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। আইএআইয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ের মধ্যে ২০১০ সালে ব্যবহারিক ধাতুটির উৎপাদন প্রবৃদ্ধি সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।
ওই বছরে ব্যবহারিক ধাতুটির বৈশ্বিক উৎপাদন আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৫ শতাংশ বাড়ে। এরপর থেকে এর বৈশ্বিক উৎপাদন প্রবৃদ্ধি ওঠানামার মধ্যে ছিল। ২০১৪ সালে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন প্রবৃদ্ধি দাঁড়িয়েছিল ৩ দশমিক ১ শতাংশে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বনিম্ন।
এরপর ২০১৮ সালে ব্যবহারিক ধাতুটির বৈশ্বিক উৎপাদন প্রবৃদ্ধি সবচেয়ে কম অবস্থানে (১ দশমিক ৫ শতাংশ) নেমে এসেছে। মূলত রোসাল পিএলসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও এর জের ধরে বাজারে তৈরি হওয়া অস্থিরতা গত বছর অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন প্রবৃদ্ধি কমিয়ে দিয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
আগের বছর উৎপাদন হয়েছিল ৩ কোটি ৫৯ লাখ ৫ হাজার টন। ওই বছর চীন বাদে এশিয়ার অন্য দেশগুলোয় ব্যবহারিক ধাতুটির সম্মিলিত উৎপাদন ছিল ৩৯ লাখ ৫১ হাজার টনে। গত বছর এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৪ লাখ ১৫ হাজার টনে। বিদায়ী বছরে ওশেনিয়ায় মোট ১৯ লাখ ১৭ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে।
অ্যালুমিনিয়াম উৎপাদনকারী দেশগুলোর তালিকায় চীনের অবস্থান শীর্ষে। ২০১৮ সালে দেশটিতে সব মিলিয়ে ৩ কোটি ৬৪ লাখ ৮৮ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে।
এদিকে ২০১৮ সালে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোয় যথাক্রমে ৩৭ লাখ ৭৪ হাজার টন ও ১১ লাখ ৬৪ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে। আগের বছর উৎপাদন হয়েছিল যথাক্রমে ৩৯ লাখ ৫০ হাজার ও ১৩ লাখ ৭৮ হাজার টন। অর্থাৎ এই দুই অঞ্চলেই গত বছর ব্যবহারিক ধাতুটির উত্তোলন কমেছে বলে জানিয়েছে আইএআই।
বিদায়ী বছরে আফ্রিকার দেশগুলোয় অ্যালুমিনিয়ামের সম্মিলিত উৎপাদন দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৮ হাজার টনে। আগের বছর এর পরিমাণ ছিল ১৬ লাখ ৭৯ হাজার টন।
অন্যদিকে ২০১৮ সালে পশ্চিম ইউরোপের দেশগুলোয় সম্মিলিতভাবে ৩৭ লাখ ৩২ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪৪ লাখ টন কম। এ সময় পূর্ব ও মধ্য ইউরোপের দেশগুলোয় ব্যবহারিক ধাতুটির সম্মিলিত উৎপাদন আগের বছরের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৪০ লাখ টনে।