জাতীয় পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জে জাতীয় পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে কলের তাঁত সেক্টরে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পাটের বস্তা থাকায় এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেও জানান তিনি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ভোরে জাতীয় জুটমিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করা হয়। আগুন নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ ও কামারখন্দের ৫টি ইউনিট একযোগে প্রায় দু ঘণ্টা ধরে কাজ করছে।

জাতীয় পাটকলের মহা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম জানান, মিলের তাঁত সেক্টরে আগুন লাগায় সেখানে রাখা বস্তার বেল পুড়ে গেছে। এখনো নিয়ন্ত্রণ কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *