ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারাবারি আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে ৪০৫ পিস ইয়াবাসহ শাফায়াত মিয়া (৪০) ও রানা মিয়া (২২) নামে দু’জনকে আটক করেছে র্যাব।
রোববার সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রাম থেকে অভিযান চালিয়ে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
আটক শাফায়াত ধজনগর গ্রামের আফতাব মিয়ার ছেলে ও রানা বড়ঠোটা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তারা দু’জন মাদক কারাবারের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে র্যাব।
এ সময় শাফায়াত ও রানাকে আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৪০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ধজনগর গ্রামে অভিযান চালায়।
এ ঘটনয় আটকদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।