জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে
মন্দাভাব কাটিয়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে। সর্বশেষ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। মূলত চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের দামামা আগের তুলনায় কমে আসা ও সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে সক্রিয় কূপের সংখ্যা কমে যাওয়ার খবরে জ্বালানি তেলের বাজার ঘুরে দাঁড়িয়েছে। খবর রয়টার্স ও সিনহুয়া।
যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ১ ডলার ৬৪ সেন্ট বেড়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৬২ ডলার ৮২ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে আগের দিনের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ। দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৫৩ ডলার ৭৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ১ ডলার ৭০ সেন্ট বেশি।
শিকাগোভিত্তিক প্রাইস ফিউচার্স গ্রুপের বিশ্লেষক ফিন ফ্লায়ান বলেন, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এতে বিরোধ কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৮৫২টি সক্রিয় কূপ থেকে জ্বালানি তেল উত্তোলন করা হচ্ছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১টি কম। এসব খবর জ্বালানি পণ্যটির দাম বাড়াতে প্রভাবক হিসেবে কাজ করেছে।