বিনা শুল্কে পাম অয়েল বেচবে মালয়েশিয়া
মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে পাম অয়েল রফতানি কমতির দিকে রয়েছে। মূলত শীত মৌসুমে আমদানিকারক দেশগুলোয় চাহিদা কমে যাওয়ায় দেশটির পাম অয়েল রফতানিতে মন্দাভাব বজায় রয়েছে। এর জের ধরে পণ্যটির রফতানি বাড়াতে গত সেপ্টেম্বরে রফতানি শুল্ক শূন্যে নামিয়ে এনেছিল মালয়েশিয়া সরকার। ছয় মাসের ধারাবাহিকতায় আসছে ফেব্রুয়ারিতেও বিনা শুল্কে পাম অয়েল রফতানির সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও স্টার অনলাইন।
পাম অয়েল উৎপাদনকারী ও রফতানিকারক দেশগুলোর তালিকায় মালয়েশিয়ার অবস্থান বিশ্বে দ্বিতীয়। শীত মৌসুমে পাম অয়েল জমে যায়। এ কারণে প্রতি বছর শীতের শুরু থেকে চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ এশিয়ার দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় পণ্যটির চাহিদা কমে যায়। ফলে এসব দেশ পাম অয়েল আমদানিও কমিয়ে দেয়। এর প্রভাব পড়ে মালয়েশিয়ার পাম অয়েল রফতানিতে।
এবারো ব্যতিক্রম হয়নি। শীতের শুরুতেই পাম অয়েল রফতানিতে শুল্কহার শূন্যে নামিয়ে আনে মালয়েশিয়া সরকার। ফলে চলতি বছরের সেপ্টেম্বরে দেশটি থেকে পাম অয়েল আমদানিতে কোনো শুল্ক দিতে হয়নি। রফতানি বাজার ধরে রাখার স্বার্থে টানা ষষ্ঠ মাস হিসেবে আগামী ফেব্রুয়ারিতে পাম অয়েলের শূন্য শতাংশ রফতানি শুল্কের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড। ফলে ফেব্রুয়ারিতে দেশটি থেকে পাম অয়েল আমদানিতে কোনো শুল্ক দিতে হবে না।