১০৮১ পদের বিপরীতে আবেদন প্রায় ৩ লাখ

সরকারি চাকরি যেন সোনার হরিণ। সেই সোনার হরিণ ধরতে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের লাখো শিক্ষিত বেকার যুবক। কোথাও নিয়োগ বিজ্ঞপ্তি চোখে পড়লেই নির্দিষ্ট ফি জমা দিয়ে আবেদনের হিড়িক পড়ে যায়। শত শত আবেদন করে কারও কারও ভাগ্যে চাকরি মেলে, আবার কারও মেলে না। তবুও ‘সরকারি চাকরি’ নামক সোনার হরিণের পিছু অবিরাম ছুটে চলেন তারা।

সম্প্রতি স্বাস্থ্য অধিদফতর মোট ১০টি ক্যাটাগরিতে ১ হাজার ৮১টি পদে আবেদনপত্র আহ্বান করে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) ডা. আমিরুজ্জামান জানান, ১০৮১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে মোট ২ লাখ ৯১ হাজার ২১ জন আবেদন করেছেন। পদের তুলনায় যা প্রায় ২৭০ গুণ বেশি।

তিনি বলেন, প্রাথমিকভাবে আবেদনপত্রগুলো যাচাই-বাছাইয়ের পর পরবর্তীতে নিয়োগ কমিটি সভা করে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে বিভিন্ন ক্যাটাগরির পদগুলোর মধ্যে হেলথ এডুকেটরের ২টি পদে ৫৮ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের ৬টি পদে ১ হাজার ১৪৮ জন, পরিসংখ্যানবিদের ৩৮টি পদে ৪ হাজার ৩২০ জন, কিটতত্ত্বীয় টেকনিশিয়ানের ৪টি পদে ২৬১ জন, স্বাস্থ্য সহকারীর ৯৩৬টি পদে ২ লাখ ৩৮ হাজার ২২৫ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৩১টি পদে ৮ হাজার ৮৬ জন, স্টোর কিপারের ৫০টি পদে ২৭ হাজার ৮৩৮ জন, ওয়ার্ড মাস্টারের ১১টি পদে ৫ হাজার ৬১৭ জন, ডার্করুম সহকারীর ২টি পদে ২০৯ জন ও ল্যাবরেটরি অ্যাটেনডেন্টের ১৭টি পদের বিপরীতে মোট ৫ হাজার ৪৫৯টি আবেদন জমা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *