আন্দোলন সহিংসতার পথে গেলে ব্যবস্থা: সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলের কর্মসূচি ও আচরণ তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন নিয়ে তারা যেকোনো ধরনের কর্মসূচি দিতে পারে। তবে আন্দোলন যদি সহিংসতার পথে যায় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ক্যামেলিয়া ফেরিতে যাত্রার আগে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, যারা আন্দোলনে পরাজিত তাদের নির্বাচনেও পরাজয় হয়েছে। তাদের নতুন করে বিশ্বাস করার কিছু আছে বলে মনে হয় না। তারা আন্দোলনে ব্যার্থ হয়েছে, ভবিষ্যতেও সফল হবে না।
তারা যদি আইনি পথে যায় তাহলে আমরা লিগ্যাল ব্যাটল করব। যদি রাজনৈতক আন্দোলনে যায় তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। আর যদি সহিংসতা ও নাশকতার পথে যায় তাহলে পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে সমীচীন জবাব দেয়া হবে।