জ্বালানি তেল উত্তোলন দ্বিগুণ করছে লিবিয়া
২০১৮ সালে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ১১ লাখ ৭ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল অয়েল করপোরেশনের (এনওসি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বর্তমানের তুলনায় দ্বিগুণ বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। পরিকল্পনা অনুযায়ী, ২০২১ সাল নাগাদ লিবিয়ার কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ২১ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হতে পারে।
এদিকে বিদায়ী বছরে জ্বালানি তেল খাত থেকে লিবিয়ার রাজস্ব আয় বেড়ে পাঁচ বছরের সর্বোচ্চে পৌঁছেছে বলে জানিয়েছেন এনওসি চেয়ারম্যান মুস্তফা সানাল্লা। তিনি জানান, ২০১৮ সালে জ্বালানি তেল থেকে মোট ২ হাজার ৪৪০ কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করেছে লিবিয়া সরকার, যা আগের বছরের তুলনায় ৭৮ শতাংশ বেশি। সূত্র: রয়টার্স