টসে জিতে ফিল্ডিংয়ে খুলনা
মৌসুমে নিজেদের প্রথম জয়ের খোঁজে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটানস। নিজেদের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাটিং করার আমন্ত্রণ পেয়েছে ঢাকা।
টুর্নামেন্টের শুরুটা দুই দলের হয়েছে দুই রকম। আসরের প্রথম দিন রাজশাহী কিংসের বিপক্ষে রান বন্যায় ভেসেছিল ঢাকা। ১৮৯ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়ে ম্যাচ জিতেছিল ৮৩ রানের বড় ব্যবধানে। অন্যদিকে রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করেও শেষপর্যন্ত ৮ রানে হেরে গিয়েছিল খুলনা।
তাই ঢাকার সামনে এ ম্যাচটি জয়ের ধারা বজায় রাখার। অন্যদিকে নিজেদের প্রথম জয়ের খোঁজে সর্বস্ব নিয়ে ঝাপিয়ে পড়বে খুলনা। এ ম্যাচে টসে হেরেও অখুশি নন ঢাকার অধিনায়ক সাকিব। বরং আগে ব্যাটিং করে বড় সংগ্রহ দাঁড় করানোর ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।