ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানুয়ালের মোড়ক উন্মোচন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানুয়াল’ ভার্সন-৩.০৬-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন।
এসময় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স উইংয়ের প্রধান মো. মাকসুদুর রহমান এবং অডিট অ্যান্ড ইনশপেকশন ডিভিশনের প্রধান মোহাম্মদ ওবায়দুল্লাহসহ প্রধান কাযালয়ের নির্বাহীরা উপস্থিত ছিলেন।