বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণা

মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জিম ইয়ং কিম। আগামী ১ ফেব্রুয়ারি এ পদ থেকে সরে দাঁড়াবেন তিনি।

তার পরিবর্তে বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। সোমবার এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, ২০২২ সাল পর্যন্ত মেয়াদ ছিল জিমের। এর আগে হঠাৎ করে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

পদত্যাগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে জিম ইয়ং কিম বলেন, বিশ্বব্যাংকের মতো উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সত্যিই অনেক সম্মানের।

তবে হঠাৎ করে সরে যাওয়ার পেছনে কোনো কারণ দেখাননি তিনি।

উন্নয়নশীল দেশের অর্থনীতির অবকাঠামো খাতে বিনিয়োগ নিয়ে কাজ করা একটি ফার্মে তিনি যোগ দেবেন বলে জানা গেছে।

দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক জিম ইয়ং কিম ২০১২ সালের ১ জুলাই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নিযুক্ত হন। ২০১৭ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

১৯৫৯ সালে সিউলে জন্ম নেয়া জিম কিম বিশ্বব্যাংকের আগের প্রেসিডেন্টদের মতো রাজনীতিবিদ, ব্যাংকার বা কূটনীতিক নন। তিনি ‘পার্টনারস ইন হেলথ’ এর অন্যতম প্রতিষ্ঠাতা, যে প্রতিষ্ঠান দরিদ্র মানুষের চিকিৎসা নিশ্চিতে কাজ করে।

১৯৮৭ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র থাকা অবস্থায় এর সঙ্গে যুক্ত হন তিনি। ২০০৯ সালে ডর্টমাউথ কলেজের প্রেসিডেন্ট মনোনীত হন জিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *