সৌদি আরবে ৫০০ কোটি ডলারে এআই ডাটা সেন্টার নির্মাণের ঘোষণা

স্টাফ রিপোর্টার

সৌদি আরবের নিওম শহরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একটি ডাটা সেন্টার নির্মাণে ৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে স্থানীয় একটি কোম্পানি। সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ডাটাভোল্ট এবং নিওমের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে ১ দশমিক ৫ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সম্পূর্ণ পরিবেশবান্ধব এআই ডাটা সেন্টার তৈরি করা হবে।

প্রকল্পটি নিওমের অক্সাগন শহরে বাস্তবায়িত হবে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন নিওমকে ‘বিশ্বের সবচেয়ে বড় ভাসমান শিল্প কমপ্লেক্সে’ রূপান্তরিত করার লক্ষ্য নিয়েছে সৌদি আরব।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘোষিত নিওম প্রকল্পের অংশ হিসেবে ‘দ্য লাইন’ নামে একটি ১৭০ কিলোমিটার দীর্ঘ আয়নার মতো ভবন তৈরি করা হচ্ছে।

২০২২ সালে এই প্রকল্পের ঘোষণা দেওয়ার সময় বলা হয়েছিল, ২০৩০ সালের মধ্যে এখানে ১০ লাখ মানুষ বসবাস করবে এবং ২০৪৫ সালের মধ্যে সেই সংখ্যা বেড়ে হবে ৯০ লাখ।

তবে ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সংশোধিত পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে মাত্র তিন লাখ মানুষের বসবাসের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত বছরের অক্টোবর মাসে লোহিত সাগরের তীরে বিলাসবহুল রিসোর্ট ‘সিন্দালাহ’ উদ্বোধন করা হয়, যা নিওম প্রকল্পের প্রথম কার্যকর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ উদ্যোগের আওতায় নেওয়া নিওম প্রকল্পের মূল লক্ষ্য দেশটিকে ভবিষ্যতে তেলনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *