১০ জনের দল নিয়েও বিশাল জয় বার্সার

স্টাফ রিপোর্টার

ম্যাচের এক ঘণ্টা পেরোতেই ১০ জনের দলে পরিণত হলো বার্সেলোনা। তার আগেই অবশ্য ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল আর্নে স্লটের দল। শেষদিকে করলো আরও এক গোল।

রোববার রাতে সেভিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষের আরও কাছাকাছি পৌঁছে গেলো বার্সা।

এই জয়ে তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৪৮, যা দ্বিতীয় স্থানের অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট কম এবং শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে।

ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল বার্সা। লেওয়ানডোস্কি সপ্তম মিনিটে কাছ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তবে মাত্র এক মিনিট পরই সেভিয়ার হয়ে রুবেন ভার্গাস দ্রুত পাল্টা আক্রমণ থেকে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেঞ্চ থেকে নেমে লোপেজ ৪৭তম মিনিটে বার্সাকে আবার এগিয়ে দেন। এরপর ৫৫তম মিনিটে রাফিনহা বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ব্যবধান বাড়ান।

তবে এর পাঁচ মিনিট পরই লোপেজ জিব্রিল সাওকে বিপজ্জনক ট্যাকলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন, ফলে বার্সেলোনা ১০ জনের দলে পরিণত হয়। এরপরও তারা সেভিয়ার আক্রমণ সামলে রাখে এবং ৮৯তম মিনিটে এরিক গার্সিয়ার হেড থেকে চতুর্থ গোল করে জয় নিশ্চিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *