টানা চার মাস সম্প্রসারণের ধারায় অর্থনীতি
রপ্তানি বৃদ্ধি, ঋতুভিত্তিক ভোক্তাব্যয় বৃদ্ধি এবং কৃষি সরবরাহ শৃঙ্খলে উন্নতির কারণে বাংলাদেশের অর্থনীতি টানা চতুর্থ মাসে সম্প্রসারণের পথে রয়েছে। এমন তথ্য জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।
তবে ভবিষ্যৎ ব্যবসা বিনিয়োগ এবং সম্প্রসারণের প্রতি আস্থা কিছুটা দুর্বল রয়ে গেছে, বিশেষ করে দেশীয় বাজারে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে। এর প্রধান কারণ চাহিদার স্থবিরতা, ব্যবসায়িক ব্যয়ের ঊর্ধ্বগতি এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন।
অর্থনীতির ভবিষ্যৎ গতি ও স্থিতিশীলতা অনেকটাই নির্বাচিত রাজনৈতিক সরকারের রূপরেখা ও সময়সূচির স্পষ্টতার ওপর নির্ভরশীল হবে।
এমসিসিআই এবং বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) রোববার (৯ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই)’ এর জানুয়ারি রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।
গত জানুয়ারি মাসে বাংলাদেশের সামগ্রিক পিএমআই স্কোর ডিসেম্বর মাসের তুলনায় ৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬৫.৭- এ পৌঁছেছে। যা আগের মাসের তুলনায় দ্রুত সম্প্রসারণ নির্দেশ করে। এই বৃদ্ধি কৃষি, নির্মাণ এবং পরিষেবা খাতের দ্রুত সম্প্রসারণের ফলাফল। তবে উৎপাদন খাত অপেক্ষাকৃত ধীর সম্প্রসারণ হার রেকর্ড করেছে।
পিএমআই একটি অগ্রণী উদ্যোগ, যা দেশের অর্থনৈতিক অবস্থার সঠিক ও সময়োচিত বিশ্লেষণ প্রদান করে। যাতে ব্যবসা, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকরা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন। এটি এমসিসিআই এবং পিইবির যৌথ উদ্যোগ, যেখানে যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের (এসআইপিএমএম) কারিগরি সহায়তা রয়েছে।
কৃষি খাত টানা চতুর্থ মাসে সম্প্রসারণ দেখিয়েছে এবং আগের মাসের তুলনায় আরও দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। নতুন ব্যবসা ও অর্ডার ব্যাকলগ সূচক পুনরায় সম্প্রসারণে ফিরে এসেছে। তবে চাকরি সূচক সংকোচনের দিকে গেছে এবং ইনপুট খরচ সূচক ধীর সম্প্রসারণ দেখিয়েছে।
উৎপাদন খাত টানা পঞ্চম মাসে সম্প্রসারণ রেকর্ড করেছে, তবে ধীর গতিতে। নতুন অর্ডার, নতুন রপ্তানি, কারখানা উৎপাদন, ইনপুট ক্রয়, আমদানি, ইনপুট মূল্য এবং সরবরাহকারীর ডেলিভারি সূচকগুলো ধীর সম্প্রসারণ দেখিয়েছে। তবে চাকরি সূচক সম্প্রসারণে ফিরে এসেছে এবং সমাপ্ত পণ্যের সূচক দ্রুত সম্প্রসারণ দেখিয়েছে।
নির্মাণ খাত টানা দ্বিতীয় মাসে সম্প্রসারণ দেখিয়েছে এবং আরও দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। নতুন ব্যবসা, নির্মাণ কার্যক্রম এবং ইনপুট খরচ সূচক দ্রুত সম্প্রসারণ দেখিয়েছে। তবে চাকরি সূচক সংকোচনে গেছে এবং অর্ডার ব্যাকলগ সূচক দ্রুত সংকোচন দেখিয়েছে।
পরিষেবা খাত টানা চতুর্থ মাসে সম্প্রসারণ রেকর্ড করেছে এবং দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম, চাকরি এবং অর্ডার ব্যাকলগ সূচক দ্রুত সম্প্রসারণ দেখিয়েছে। ইনপুট খরচ সূচকও সম্প্রসারণে ফিরে এসেছে।
ভবিষ্যৎ ব্যবসা সূচকের তথ্য অনুসারে, কৃষি, উৎপাদন, নির্মাণ এবং পরিষেবা খাতে সম্প্রসারণ হার ধীর হয়েছে।