নতুন পরিসরে যাত্রা করবে অর্থ মন্ত্রণালয় : অর্থমন্ত্রী

দেশের বর্তমান অর্থ মন্ত্রণালয় আগামীকাল (৭ জানুয়ারি) থেকে নতুন পরিসরে, নতুন কলেবরে যাত্রা শুরু করবে বলে মন্তব্য করেছেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

৬ জানুয়ারি (রোববার) বিকেল সাড়ে ৫টার দিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ‘মিট দ্য প্রেস’ এ মন্তব্য করেন তিনি। অর্থ মন্ত্রণালয়কে নতুন পরিসরে সাজানোর ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা আগেও তিনি ছিলেন পরিকল্পনামন্ত্রী।

নতুন মন্ত্রিসভা গঠনের পর তার ওপর আজই দায়িত্ব পড়ল অর্থ মন্ত্রণালয়ের। নতুন মন্ত্রিসভায় পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা এম এ মান্নানকে এবার পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করতে হবে। ‘মিট দ্য প্রেস’ এ তারা দু’জনেই উপস্থিত ছিলেন।

এ সময় মুস্তফা কামাল বলেন, ‘অর্থ মন্ত্রণালয় নতুন পরিসরে, নতুন কলেবরে আগামীকাল থেকেই যাত্রা শুরু করবে। সেখানে অনেক নতুনত্ব আপনারা দেখতে পাবেন। এটা আমার সাবজেক্ট (বিষয়)। আমি এ সাবজেক্ট নিয়েই লেখাপড়া করেছি। সুতরাং আমি এটুকু বলতে পারি, আপনাদের মিথ্যা আশ্বাস দেব না। আমি ফেল করব না। আমার বিশ্বাস, আপনারাও ফেল করবেন না।‘

মুস্তফা কামাল বলেন, ‘আপনারা যতটা ভয় পাচ্ছেন, আমাদের অর্থ মন্ত্রণালয়, আর্থিক খাত অথবা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন আর্থিক খাত নিয়ে অনেক চ্যালেঞ্জের কথা বলছেন। কিন্তু আমি মনে করি, প্রধানমন্ত্রী আমাদের চালিকাশক্তি। তার নির্দেশনা নিয়ে এসব চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করব। আমাদের সমস্যাগুলো আমরা জানি। এ সমস্যাগুলো মোকাবেলা করা কঠিন কাজ নয়।’

এ সময় নতুন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে আমি আরও সামনে এগিয়ে যেতে চাই। পরিকল্পনা মন্ত্রণালয়ে দক্ষ লোকবল থাকায় সেটা সম্ভব হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *